হ্যাকিংয়ের শিকার ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

মার্কিন হসপিটাল চেইন ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস র‌্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির সেবা ব্যবস্থায় বিভ্রাট সৃষ্টি হয়। কম্পিউটার সিস্টেম হ্যাকড হওয়ায় এর কর্মীরা কাগজ-কলম ব্যবহার করে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে বাধ্য হয়। খবর দ্য ভার্জ।

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার থেকে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেসের ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, উত্তর ডাকোটা, অ্যারিজোনাসহ অন্যান্য অঞ্চলের শাখাগুলোয় সমস্যা দেখা দেয়। কিছু শাখায় প্রতিষ্ঠানটির কম্পিউটার এবং ফোন যোগাযোগ সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫