চালের সর্বোচ্চ দাম বেঁধে দিল সরকার

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক

এবার চালের দাম বেঁধে দিল সরকার। উৎকৃষ্টমানের মিনিকেট চাল (মিলগেট মূল্য) প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি মানের চাল প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ২৫০ টাকা নির্ধারণ- করে দেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে মচালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক শেষ করে আবারও কয়েকজন চাল ব্যবসায়ীদের সঙ্গে একান্ত বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের এই দাম নির্ধারণ করে দেন।

চাল ব্যবসায়ীরা এই দামে চাল বিক্রি না করলে আগামী ১০ দিনের মধ্যে সরু চাল আমদানি করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫