বার্লিনের হাসপাতালে দেখতে এসেছিলেন মেরকেল: নাভালনি

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

অসুস্থ অবস্থায় বার্লিন হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে তাকে দেখতে এসেছিলেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। গতকাল তথ্য জানান রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। খবর এএফপি।

জার্মান গণমাধ্যমে খবর প্রকাশের পর গতকাল টুইটারে নাভালনি লেখেন, আমাকে হাসপাতালে দেখতে আসার জন্য চ্যান্সেলর মেরকেলের প্রতি অনেক কৃতজ্ঞ।

গত সপ্তাহে বার্লিনের চ্যারিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪ বছর বয়সী ক্রেমলিন সমালোচক। গত আগস্টে সাইবেরিয়া থেকে মস্কো ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার খাওয়ার পানির সঙ্গে নোভিচক নার্ভ এজেন্ট দেয়া হয়েছে বলে দাবি নাভালনি সমর্থকদের। ফ্রান্স, জার্মানি সুইডেনের গবেষণাগারে পরীক্ষায় তার ওপর বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে।

মেরকেল নাভালনির বৈঠককে গোপন বৈঠক হিসেবে উল্লেখ করে রোববার প্রতিবেদন প্রকাশ করেছিল জার্মান প্রভাবশালী সংবাদপত্র দের স্পিগেল। বৈঠকের কথা স্বীকার করে এটাকে গোপন বৈঠক হিসেবে আখ্যা দেয়ার বিপক্ষে অবস্থান নেন নাভালনি। ব্যক্তিগত পর্যায়ের বৈঠকে নাভালনির পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মেরকেল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫