এআই আরঅ্যান্ডডি নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চুক্তি সই

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের বিভিন্ন খাতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। দ্রুততম সময়ে ব্যবসায় প্রবৃদ্ধির জন্য এন্টারপ্রাইজগুলো এখন প্রযুক্তি সাদরে গ্রহণ করছে। এআই প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে একটি চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। চুক্তির আওতায় এআই নিয়ে গবেষণা এবং উন্নয়নে যৌথভাবে কাজ করছে দেশ দুটি। খবর রয়টার্স।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগত অগ্রগতি অর্জনে দুই দেশের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ, যা ভবিষ্যতে উভয় দেশের সম্মিলিত অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫