অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ ফজলে ফাহিম বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তার পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ সুবাহানাতালা তার পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুক।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম (৭১) গতকাল রোববার সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ সালের ১৩ জানুয়ারি দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫