পাকিস্তানে যাত্রীবাহী ভ্যানে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৫

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ভ্যানে দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ভ্যানটিতে করে যাত্রীরা করাচি থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। পথে কোনো এক বস্তুর সঙ্গে ধাক্কা লেগে শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এএফপি।

সিন্ধ প্রদেশের পরিবহনমন্ত্রী ওয়াইজ শাহ বলেন, দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছেছে। এছাড়া ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অলাভজনক প্রতিষ্ঠান এধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল এধি বলেন, নিহতদের দেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ন্যাচারাল গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পাকিস্তানে প্রায় নিয়মিতভাবে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রতি বছর প্রাণ হারায় বহু মানুষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫