২২ বছরে গুগল

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

১৯৯৮ সালের সেপ্টেম্বর ল্যারি পেজ সের্গেই ব্রিনের হাত ধরে পথচলা শুরু করে গুগল। সে হিসেবে চলতি মাসে বৈশ্বিক সার্চ জায়ান্টটি ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে। গুগল প্রতি বছর ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করে আসছে। গত দুই দশকে ইন্টারনেট বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুগল। ২২ বছরে পদার্পণের দিনটি হোম পেজে অ্যানিমেটেড ইলাস্ট্রেশনে ডুডল তৈরি করে দিনটি উদযাপন করছে প্রতিষ্ঠানটি।

গুগলের হোম পেজের ডুডলে দেখা যায় জি অক্ষর ল্যাপটপের সামনে কেক নিয়ে বসে আছে। ভিডিও কলে কেক কাটার সঙ্গী হয়েছে বন্ধুরা। এর মাধ্যমে নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে থাকার বার্তা দেয়া হয়েছে। ডুডলটিতে ক্লিক করলে গুগলের সব তথ্য এক নজরে দেখতে পাওয়া যায়। ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠার সময় ল্যারি পেজ সের্গেই ব্রিন দুজনেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী ছিলেন। গুগলের আকাশ ছোঁয়া সাফল্যের পর ২০১৫ সালে তারা অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন।

গুগলের কার্যক্রম আরো সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি স্বয়ংক্রিয় গাড়ি তৈরির বিভাগ ওয়েইমো, লাইফ সায়েন্স নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ভ্যারিলি, বায়োটেক কোম্পানি ক্যালিকো উদ্ভাবনী গবেষণাগার সাইড ওয়াক ল্যাবস বেলুনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছানোর প্রকল্পগুলো তদারকি করতে প্রতিষ্ঠিত হয় অ্যালফাবেট। গুগল এখন অ্যালফাবেটের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এখন গুগলের পাশাপাশি অ্যালফাবেটেরও প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব পালন করছেন সুন্দর পিচাই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫