বাংলালিংকের সেলফকেয়ার সার্ভিস ডাটা প্ল্যান চালু

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম সেলফোন অপারেটর বাংলালিংক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী গ্রাহকদের জন্য সেলফকেয়ার সার্ভিস মোবাইল ডাটা প্ল্যান চালু করেছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বাংলালিংক গ্রাহকরা আরো সহজে ইন্টারনেট ডাটা ক্রয় ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন।

সরাসরি অ্যান্ড্রয়েড সেটিংসের সঙ্গে যুক্ত মোবাইল ডাটা প্ল্যান বাংলালিংক গ্রাহকদের ডাটা ব্যালান্স দেখার পাশাপাশি পছন্দমতো নতুন ডাটা প্ল্যান বেছে নিতে সাহায্য করবে। এছাড়া পুশ নোটিফিকেশনের মাধ্যমে ইন্টারনেটের ব্যালান্স মেয়াদ সম্পর্কে গ্রাহকদের জানিয়ে দেবে। মোবাইলের সেটিংস অপশন থেকে গুগল সেটিংসে গিয়ে গ্রাহকরা মোবাইল ডাটা প্ল্যান দেখতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫