অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটের সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাটর্নি জেনারেলের ছেলে  সাংবাদিক সুমন মাহবুব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব গত ২৩ সেপ্টেম্বর জানিয়েছিলেন, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শঙ্কামুক্ত নন তিনি।

জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেলের মরদেহ আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টায় মরদেহ তার বাসায় নেয়া হবে। এরপর নিয়ে যাওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। বেলা ১১টায় জানাজা পড়ানো হবে। তার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫