মসজিদে বিস্ফোরণ: হতাহতদের পরিবারের মধ্যে ১ কোটি ৯০ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৮ জনের পরিবারের স্বজনদের হাতে প্রধামন্ত্রীর অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে জেলা প্রশাসসেনর সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের হাতে এই  অনুদানের চেক তুলে দেয়া হয়। নিহত ৩৪ জন এবং  আহত ৪ জনসহ মোট ৩৮ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৯০ লাখ টাকার চেক দেয়া হয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ।

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার এশার নামাজের সময় গ্যাসের লিকেজ থেকে মসজিদের ভেতরে গ্যাস জমে যাওয়ায় বিদুতের লাইন চেঞ্জ করার সময় স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে মারা যান ৩৪ মুসল্লি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫