ভারতে জোরাল কৃষক আন্দোলন

দুই রাজ্যে আগাম ফসল সংগ্রহের নির্দেশ সরকারের

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নরেন্দ্র মোদি প্রশাসনের বিতর্কিত তিনটি কৃষি বিল নিয়ে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন ভারতের কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে কৃষকদের সংগঠনগুলো দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছে। অবস্থায় কেন্দ্রীয় সরকার খরিফ বিপণন মৌসুম শুরুর আগেই হরিয়ানা পাঞ্জাবে ফসল সংগ্রহ শুরুর নির্দেশ দিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপেস।

বিভিন্ন মহলের আপত্তি থাকা সত্ত্বেও সম্প্রতি লোকসভায় তিনটি কৃষি বিল পাস করা হয়। কৃষকরা আগে থেকেই বিলের বিরোধিতা করে আসছিলেন। বিপক্ষে ছিল তৃণমূল কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলও। কণ্ঠভোটে বিলগুলো পাসের দিন লোকসভায় কম হট্টগোল হয়নি। তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকে মোদি প্রশাসন।

বিলগুলো পাসের পর আন্দোলনে নেমেছেন কৃষিপ্রধান রাজ্যগুলোর কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যের কৃষক সংগঠনগুলো শুক্রবার দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছে। বিক্ষোভরত কৃষকরা দিল্লি-অমৃতসর হাইওয়েতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। অমৃতসরে ট্রেন চলাচলেও তৈরি করা হচ্ছে প্রতিবন্ধকতা। হায়দরাবাদে কৃষক সংগঠনের পাশাপাশি আন্দোলনে নেমেছে বিভিন্ন বাম সংগঠন ট্রেড ইউনিয়ন।

অবস্থা বেগতিক দেখে আগাম ফসল সংগ্রহের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতে চলতি খরিফ মৌসুম শুরু হওয়ার কথা ছিল সামনের সপ্তাহে। কিন্তু গতকাল থেকেই হরিয়ানা পাঞ্জাবে ফসল সংগ্রহ শুরুর নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন।

গতকাল ঘোষণা দেয়ার সময় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে বলেছেন, সরকার কৃষকদের সহায়তা করার জন্য অসাধারণ এক উদ্যোগ নিয়েছে। টুইটারে এক পোস্টে তিনি বলেন, কৃষকদের সহায়তার লক্ষ্যে শনিবার থেকেই খরিফ ফসল আগাম সংগ্রহের অসাধারণ উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। রাজ্যের ফসল সংগ্রহকারী এজেন্সিগুলো এফসিআই বিষয়ে তাদের কাজ শুরু করে দিয়েছে।

পরবর্তী সময়ে এক বিবৃতিতে মিনিস্ট্রি অব কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন জানিয়েছে, অক্টোবর খরিফ ধান/চাল সংগ্রহ শুরু হওয়ার কথা ছিল। এফসিআইসহ স্টেট প্রকিউরিং এজেন্সিগুলো তাদের প্রস্তুতিও নিয়ে রেখেছে। তবে হরিয়ানা পাঞ্জাবের মণ্ডিগুলোয় ধান আগেভাগেই উঠতে শুরু করেছে। কারণে সরকার দুই রাজ্যে শনিবার থেকেই ফসল সংগ্রহের নির্দেশ দিয়েছে।

সম্প্রতি লোকসভায় পাস হওয়া বিল তিনটি হলো—‘দ্য ফার্মারস প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) বিল, ২০২০, দ্য ফারমার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল, ২০২০ দি এসেনশিয়াল কমোডিটিজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০ কৃষকরা তিনটি বিলের বিরুদ্ধেই আন্দোলন করলেও তাদের মূল আপত্তি প্রথমটি নিয়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫