চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি

উপাচার্যের কাছ থেকে ল্যাপটপ পেলেন চার শিক্ষার্থী

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২০

ক্লাসরুমে নিয়মিত উপস্থিত থাকা, টিউটোরিয়াল-সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফল আর সামাজিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্য ধরে রাখায় চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্যের কাছ থেকে উপহার হিসেবে ল্যাপটপ পেয়েছেন চার কৃতী শিক্ষার্থী। তারা হলেন তিথি দত্ত (ইংরেজি), জান্নাতুল ফেরদৌস (এলএলবি), তাহমিনা আজিম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) জোবায়ের তৌসিফ মাশফি (বিবিএ) উপাচার্য . মাহফুজুল হক চৌধুরীর পক্ষে সম্প্রতি সিআইইউর চারটি স্কুলের (অনুষদ) ডিনরা পৃথকভাবে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন।

সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন . মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএমের বিভাগের প্রধান অধ্যাপক . মীর মোহাম্মদ নুরুল আবসার, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন . আসিফ ইকবাল, স্কুল অব সহকারী ডিন মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইটিএসের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য . মাহফুজুল হক চৌধুরী ল্যাপটপগুলো শিক্ষার্থীদের পড়ালেখার গতি বৃদ্ধিতে সহায়ক হয়ে কাজ করবে উল্লেখ করে বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি ক্লাসরুমের বাইরে নানা স্তরে পৌঁছে দিচ্ছে।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫