কোয়ালিটির বিরুদ্ধে ১৪০০ কোটি রুপি ব্যাংক জালিয়াতির অভিযোগ

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ডেইরি আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা কোয়ালিটি এবার কাঠগড়ায়। কোম্পানিটির বিরুদ্ধে ব্যাংকঋণে প্রতারণার অভিযোগ উঠল। বিভিন্ন ব্যাংক থেকে তারা হাজার ৪০০ কোটি রুপি ঋণ নিয়ে তা ফেরত দেয়নি। কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। খবর এনডিটিভি।

সোমবার দিল্লিসহ আটটি স্থানে তল্লাশি চালানোর পর মামলা করেছে সিবিআই। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাদের মধ্যে রয়েছে কোয়ালিটির পরিচালক সঞ্জয় ধিংরা, সিদ্ধান্ত গুপ্তা অরুণ শ্রীবাস্তব। তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি ইত্যাদির অভিযোগ এনেছে ব্যাংক অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন ১০টি ব্যাংকের একটি কনসোর্টিয়াম।

ব্যাংক অব ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিবিআই। ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ জানিয়েছে, ২০১০ সাল থেকে কোম্পানিটি ঋণ নিচ্ছে, কিন্তু ২০১৮ সালের প্রথম থেকে ঋণখেলাপ শুরু করে। এতে ওই বছরের আগস্টে কোম্পানিটির হিসাবকে নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করা হয়।

অডিটে ধরা পড়েছে, কোম্পানিটির ১৩ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ রুপি বিক্রির মধ্যে হাজার ১০৭ কোটি ২৩ লাখ রুপি এসেছে ব্যাংক কনসোর্টিয়ামের মাধ্যমে। ব্যাংকের অভিযোগ, অ্যাকাউন্টেও গলদ দেখিয়েছে কোয়ালিটি নামের সংস্থাটি।

ব্যাংক অব ইন্ডিয়া ছাড়াও কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা, অন্ধ্র ব্যাংক, করপোরেশন ব্যাংক, আইডিবিআই, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, ধনলক্ষ্মী ব্যাংক, সিন্ডিকেট ব্যাংকের মোট হাজার ৪০০ কোটি ?৬২ লাখ রুপি জালিয়াতি করেছে।

সিবিআই দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের সাহারানপুর, বুলন্দশহর, রাজস্থানের আজমের, হরিয়ানার পালওয়ালেও ব্যাপারে তল্লাশি চালিয়েছে। এর আগে সংস্থাকে দেউলিয়া আদালতে নিয়ে যায় বিনিয়োগকারী সংস্থা কেকেআর। ২০১৬ সালে তাদের কাছ থেকে কোয়ালিটি ৫২০ কোটি রুপি নিয়েছিল বলে অভিযোগ করেন তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫