মণিপুরি থিয়েটারের দুই যুগ পূর্তি উপলক্ষে অনলাইন আয়োজন

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২০

ফিচার প্রতিবেদক

নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার দুই যুগ পূর্ণ করে আজ ২৫ বছরে পদার্পণ করবে। উপলক্ষে আজ রাত ১০টায় মণিপুরি থিয়েটারের ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে জ্যোতি সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে থাকবে মণিপুরি থিয়েটার বিষয়ক কুইজ প্রতিযোগিতা থিয়েটারের শিল্পীদের নানা পরিবেশনা। এছাড়া পুরনো নানা আয়োজন ফেসবুকে আপলোড করা হবে।

দীর্ঘ পথচলায় দলটি বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় ৩৫টি নাটক মঞ্চে এনেছে। দেশে দেশের বাইরে করেছে অসংখ্য নাট্য প্রদর্শনী। সংগঠনটি সুবচন প্রবর্তিত আরজু স্মৃতি পদক ২০০৮ থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এসএম সোলায়মান প্রণোদনা ২০১৩ অর্জন করেছে।

১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা হয়েছিল কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে। বর্তমানে দলটির শিশু-কিশোর শাখাসহ প্রায় অর্ধশত সদস্য রয়েছে। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি শুভাশিস সিনহা, সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা।

নাট্যসংগঠন মনিপুরি থিয়েটারের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে কহে বীরাঙ্গনা, শ্রীকৃষ্ণকীর্তন, দেবতার গ্রাস, ইঙাল আধার পালা, লেইমা, ধ্বজো মেস্তরির মরণ, চন্দ্রকলা, লক্ষ্মী গিথানক, রুদ্রচণ্ড, ভানুবিল, মন পাহিয়াসহ আরো অনেক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫