বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। যার জমি আছে, ঘর নেই সেই প্রকল্পের আওতায় দেশের সব নাগরিক ঘর পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে ব্যাপারে। বিষয়ে বড় অংকের অর্থ বাজেটও করা হচ্ছে। আগামীতে গৃহহীনদের খুঁজে বের করে গৃহের ব্যবস্থা করে দেবে সরকার। মেহেরপুরের মতো ছোট জেলায়ও অনেক ঘর দিয়েছে। পাশাপাশি হাজার ৩০০ ঘর নির্মাণ প্রক্রিয়াধীন।

গতকাল দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে দুর্যোগসহনীয় বাসগৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব মহামারীর সময়ও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। আমেরিকার মতো উন্নত রাষ্ট্র যখন করোনার কারণে বিপদে রয়েছে। সেখানে বাংলাদেশ সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলা করছে। বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্ত মৃত্যুহার দুই কমছে। বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র এখন বাংলাদেশকে অনুসরণ করছে।

মেহেরপুর জেলা প্রশাসক . মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহিন প্রমুখ সময় উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫