গাজীপুরে ৬০০ বাসার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিতাসের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৬০০ বাসার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল গাজীপুর সদর উপজেলার সিরিরচালা বানিয়ারচালা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস অভিযান পরিচালনা করে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ওইসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সময় প্রায় দুই কিলোমিটার এলাকার ৬০০ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫