এশিয়া বার্লিন সামিট-২০২০

জার্মানির বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক

জার্মানিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এশিয়া বার্লিন সামিট-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত এবারের আয়োজনে এক্সপ্লোর গ্রিন বাংলাদেশ অনলকিং দ্য পটেনশিয়াল শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বছর করোনা মহামারীর কারণে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামিটটি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম সেমিনার হলে উপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে সেমিনারটি সঞ্চালনা করেন। ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স এম মুরশিদুল হক খান।

উল্লেখ্য, বার্লিন স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে এশিয়া বার্লিন সামিট ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী বছর অনলাইনে সামিটে অংশগ্রহণ করছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫