বাংলাদেশ কোস্ট গার্ড

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২০

গতকাল সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন স্টেশন পাগলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আনন্দ বাজার এলাকায় লে. কমান্ডার এম সাজ্জাদ হোসেন (এক্স), বিএন এবং স্টেশন কমান্ডার পাগলা লে. আসিফের নেতৃত্বে দুটি দোকান একটি বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক কোটি ২৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষা অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫