রাজবাড়ীতে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর কালুখালীতে পিতাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মাসুদ করিম রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তের নাম রকিবুল ফকির।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মধ্য কাজীপাড়া এলাকার আমীর ফকিরে সঙ্গে ছেলে রকিবুল ফকিরের পারিবারিক বিরোধ চলছিল। বাড়ির উঠানে রান্না করার চুলা তৈরি কেন্দ্র করে ২০১৩ সালের ১৭ জুন পিতা পুত্রের মধ্যে ঝগড়া হয়। ওইদিন বিকালে বাড়ির পাশেই মাঠে কাজ করতে যাওয়ার সময় পুনরায় ঝগড়া-বিবাদ শুরু হলে এক পর্যায়ে রকিবুল কোদাল দিয়ে তার পিতাকে কুপিয়ে আহত করে। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরদিন ১৮ জুন কালুখালী থানায় নিহতের ভাই ছানু ফকির বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাজবাড়ীর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল ছেলে। বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। এজন্য আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫