প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২০

ফিচার প্রতিবেদক

আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবস। প্রীতিলতার আত্মাহুতির বীরোচিত ঐতিহাসিক ঘটনার বিশদ বিবরণ নিয়ে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা প্রীতিলতা কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা প্রযোজনা করবেন প্রদীপ ঘোষ। ২০১৯-২০ অর্থবছরের অনুদানে ছবিটি নির্মিত হবে।

আজ বেলা ১১টায় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . শিরীন আখতার। আয়োজনে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।


ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনয়শিল্পীরা। আজ মহরত অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হবে। চলচ্চিত্রের পোশাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনায় থাকবেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫