৬ সপ্তাহের সর্বনিম্নে স্বর্ণের দাম

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় সর্বোচ্চ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে মূল্যবান ধাতুটির দাম ছয় সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে হাজার ৮৮৭ ডলার ৩৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ কম।

দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দশমিক শতাংশ কমে হাজার ৮৭৩ ডলার সেন্টে নেমে এসেছিল। ১২ আগস্টের পর এটাই মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দাম।

এদিন যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ হাজার ৮৮৫ ডলার ৬০ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ কম। মুদ্রাবাজারে ডলারের তুলনামূলক শক্তিশালী অবস্থান স্বর্ণের দরপতন ঘটিয়েছে।

দিন শেষে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ২৩ ডলার ৬২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ কম। দিনের শুরুতে ধাতুটির দাম আউন্সপ্রতি ২৩ ডলার শূন্য সেন্টে নেমেছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫