সর্বনিম্ন ১৫ কোটি টাকা মূলধন উত্তোলনের সুযোগ পাচ্ছে ২৬ বীমা কোম্পানি

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে আসতে এখন থেকে ৩০ কোটি টাকার পরিবর্তে সর্বনিম্ন ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করতে পারবে দেশের ২৬টি বীমা কোম্পানি।  

আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে মূলধন উত্তোলনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

ফলে এই ২৬টি বীমা কোম্পানি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে সর্বনিম্ন ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে। কমিশন এ বিষয়ে শিগগিরই একটি নোটিফিকেশন জারি করবে বলে জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫