ফ্রন্টলাইনারদের সম্মানে গণস্বাস্থ্যের ‘১ মিনিট’ করতালি কর্মসূচি

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২০

বণিক বার্তা অনলাইন

করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানাতে ‘এক মিনিট করতালি’ কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। 

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। একই সময়ে দেশব্যাপি গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি কেন্দ্রেও এই কর্মসূচি পালিত হয়।

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় চিকিৎসক, প্যারামেডিক, নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫