কুমিল্লায় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লায় একটি অস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জেলার আদর্শ উপজেলার কেরানীনগর ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির একাধিক টিম অভিযান পরিচালনা করে। জব্দকৃত মাদকদ্রব্য গতকাল বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত সোমবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত পিলার ২০৮২/-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সময় হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৩ বোতল ফেনসিডিল, ৩৫ বোতল মদ জব্দ করা হয়। সন্ধ্যায় কুমিল্লা কোটবাড়ী ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, পিস্তল, গুলি জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত পিস্তল গুলি কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫