ছবি ক্রপিং অ্যালগরিদমে বর্ণ বৈষম্য তদন্তে টুইটার

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

প্লাটফর্মের একটি ফিচারে বর্ণ বৈষম্যের অভিযোগ পাওয়ার পর তা নিয়ে তদন্ত শুরু করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সম্প্রতি বেশকিছু ব্যবহারকারী অভিযোগ করেন, টুইটারের ছবি ক্রপিং অ্যালগরিদমে বেশির ভাগ সময়ই কৃষ্ণাঙ্গ চেহারার চেয়ে শ্বেতাঙ্গ চেহারা বেশি অগ্রাধিকার পায়। খবর বিবিসি।

টুইটার ব্যবহারকারীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, টুইটারে একই সঙ্গে একটি কৃষ্ণাঙ্গ চেহারা এবং একটি শ্বেতাঙ্গ চেহারা পোস্ট করা হলে প্রায় সময়ই শুধু শ্বেতাঙ্গ চেহারা দেখায়, যা অবশ্যই বর্ণ বৈষম্যমূলক আচরণ।

বিবৃতিতে টুইটার জানায়, তাদের প্লাটফর্মের ইমেজ ক্রপিং ফিচারের অ্যালগরিদম উন্নয়নের সময় বর্ণ এবং লিঙ্গ বৈষম্য বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার পরও ব্যবহারকারীদের অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ ওঠায় বিষয়টি আরো বিচার-বিশ্লেষণ করার প্রয়োজনীয়তার কথা জানায় প্রতিষ্ঠানটি।

বিষয়ে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পরাগ আগারওয়াল এক টুইটে জানান, আমরা আমাদের ছবি ক্রপিং অ্যালগরিদম মডেল চালু করার সময়ই এর যথাযথ পর্যালোচনা করেছি। তবে ফিচারটির নিয়মিত উন্নতি সাধনের দরকার আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫