ছোট ব্যবসায়ীদের হিসাব রাখার অ্যাপ টালিখাতা

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

টালিখাতা ব্যবসার সব ধরনের হিসাব রাখার একটি মোবাইল অ্যাপ। বিনা মূল্যের অ্যাপ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। অ্যাপটি দিয়ে সহজে বেচা-কেনা এবং খরচের সব ধরনের লেনদেনের হিসাব রাখা যায়। ফলে হিসাবে ভুল হওয়া রোধ এবং বকেয়া আদায় সহজ হয়।

টালিখাতায় ছয় লাখের বেশি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছে। খুব অল্প সময়ে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সাড়া ফেলেছে অ্যাপ। সম্প্রতি নতুন ফিচার সুবিধা নিয়ে অ্যাপটির নতুন ভার্সন এসেছে। উপলক্ষ্যে ইউএনসিডিএফ এবং শিওরক্যাশ কুটির, ক্ষুদ্র ছোট ব্যবসা ডিজিটালাইজেশন এবং কভিড-১৯ পরবর্তী সহযোগিতা সংক্রান্ত একটি ওয়েবিনার সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারের প্রধান অতিথি এফআইডির (অর্থ মন্ত্রণালয়) সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, মহামারীর সময় ছোট ব্যবসাগুলোকে ডিজিটালি কানেক্ট করা আরো বেশি জরুরি হয়ে উঠেছে। এটি বাস্তবায়নে সরকার এর সঙ্গে সম্পৃক্ত সব পার্টনারদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। সেক্টরের ডিজিটালাইজেশনে এবং ব্যবসা বৃদ্ধিতে টালিখাতার উদ্যোগ প্রশংসনীয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫