পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে ‘তোকে ভালোবাসি আমি’

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২০

ফিচার প্রতিবেদক

একটা সময় ছিল যখন টেলিভিশনের পর্দাজুড়ে পারিবারিক গল্পের নাটক দেখতে উদগ্রীব হয়ে থাকতেন দর্শক। ড্রয়িং রুমে টিভি পর্দার সামনে বাড়ির সদস্যদের একসঙ্গে সেসব নাটক উপভোগের দৃশ্য ছিল চিরচেনা। সময়ের সঙ্গে সঙ্গে সে চিত্রে পরিবর্তন এসেছে। ধীরে ধীরে পরিবারকেন্দ্রিক গল্পের নাটক নির্মাণের সংখ্যাও কমতে থাকে। তবু এখনকার অনেক নির্মাতা চেষ্টা করছেন ধরনের গল্পের নাটক নির্মাণ করে সেই আবহ ধরে রাখতে। সম্প্রতি পারিবারিক গল্পকেন্দ্রিক একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা নাজমুল রনি। চয়ন দেবের রচনায় তোকে ভালোবাসি আমি খণ্ড নাটক হলেও এতে একাধিক শিল্পীকে দেখা যাবে। নাটকে অভিনয় করেছেন সোহেল আরমান, নাজনীন চুমকী, অপূর্ব, সাফা কবির, জনি, চমক প্রমুখ।

নাটকের কাহিনী প্রসঙ্গে নাজমুল রনি জানান, বড় ভাই সোহেল আরমানের বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে তার বাড়িতে বেড়াতে আসে তার দুই শ্যালিকা সাফা চমক। তাদের ঘিরে দুই ভাই অপূর্ব জনির নানা ধরনের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প।

এবারই প্রথম নাজমুল রনির নির্দেশনায় কাজ করলেন অপূর্ব-সাফা জুটি। নাটকটিতে অভিনয়ের প্রসঙ্গে তারা দুজনে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন।

অপূর্ব বলেন, প্রথমত সোহেল ভাইয়ের লেখা নির্দেশনা দুটোই পছন্দ করি। তার সঙ্গে একই ফ্রেমে অভিনয় করাটা আমার কাছে ভালো লাগার। চুমকী আপাও নাটকে আছেন এটাও একটু বাড়তি ভালো লাগার বিষয়।

সাফা কবির বলেন, নাজমুল রনির নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। যেহেতু নাটকটির গল্প পরিবারকেন্দ্রিক, তাই কাজটি করতে অনুপ্রেরণা পেয়েছি। আর একটি খণ্ড নাটকে অনেক শিল্পীর উপস্থিতিটাও ছিল আমার জন্য ভালো লাগার।

নাটকটি একটি বেসরকারি চ্যানেল মাই সাউন্ড ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে নাজমুল রনি জানান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫