২০৩৫ সালে হাইড্রোজেন উড়োজাহাজ এয়ারবাসের

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত উড়োজাহাজ নিয়ে আসার পরিকল্পনা করছে এয়ারবাস। সোমবার তথ্য নিশ্চিত করেন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা। খবর এএফপি।

হাইড্রোজেন একটি নিরাপদ জ্বালানি, যা শুধু বাষ্প নির্গত করে। ফ্রান্স অন্যান্য ইউরোপীয় দেশ সবুজ হাইড্রোজেনচালিত ইঞ্জিন তৈরিতে শতকোটি ইউরো বিনিয়োগ করছে। ফরাসি এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাত্কারে এয়ারবাসের সিইও গুইলাউম ফাউরি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত উড়োজাহাজ নির্মাণের উচ্চাশা নিয়ে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কৃত্রিম উপগ্রহ আরিয়ান রকেটে হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহার করছে কোম্পানিটি।

বিশ্বের মোট কার্বন নিঃসরণের শতাংশ আসছে এভিয়েশন খাত থেকে। কার্বনমুক্ত উড়োজাহাজ নির্মাণ প্রকল্পে সহায়তায় ১৫০ কোটি ইউরো বা ১৭৫ কোটি ডলার বরাদ্দ করেছে ফ্রান্স সরকার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫