ভাইরাসের কারণে উপার্জন হারিয়েছে ৭৭% উদ্বাস্তু

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে কাজ কিংবা উপার্জন হারিয়েছে সংঘাতের কারণে বাস্তুচ্যুত প্রায় ৭৭ শতাংশ মানুষ। এক জরিপের ভিত্তিতে গতকাল তথ্য প্রকাশ করেছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) খবর রয়টার্স।

জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ কিংবা হত্যা এড়াতে ২০১৯ সালের শেষে বাস্তুচ্যুত হয়েছিল কোটি ৯৫ লাখ মানুষ। অবস্থায় বেসরকারি সংগঠন এনআরসি আফগানিস্তান, কলম্বিয়া, ইরাক, কেনিয়া, লিবিয়া, মালি, উগান্ডা ভেনিজুয়েলার হাজার ৪৩১ জন শরণার্থীর মধ্যে জরিপ পরিচালনা করে। এতে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৭০ শতাংশ বাস্তুচ্যুত মানুষকে তাদের প্রতি বেলার খাবার কমাতে হয়েছে। অন্যদিকে ৭৩ শতাংশ জানিয়েছেন, তারা চলমান অর্থনেতিক সংকটের কারণে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫