এডিএফের হামলায় কঙ্গোর পূর্বাঞ্চলে নিহত ১১

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) হামলায় এক সেনা সদস্য ১০ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। গতকাল তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। উগান্ডা সীমান্তের কাছে উত্তর কিভু প্রদেশে ডেথ ট্রায়াঙ্গেল নামক স্থানে হামলার ঘটনা ঘটে। স্থানে গত বছরের নভেম্বর থেকে এডিএফের হাতে অন্তত ৫৭০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। খবর এএফপি।

কঙ্গোর পূর্বাঞ্চলের প্রদেশগুলো যে ১০০টির মতো সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাস জারি রেখেছে, তার মধ্যে এডিএফ অন্যতম। ১৯৯০-এর দশকে উগান্ডার একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে এডিএফের আবির্ভাব ঘটে। সর্বশেষ হামলার কারণ হিসেবে মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেয়া। যাতে তারা তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে হাত না মেলায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫