ওয়ালি-উল-মারুফ মতিনের মৃত্যু

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ফুসফুসের সংক্রমণজনিত কারণে গতকাল মারা গেছেন পুঁজিবাজারের খ্যাতিমান বিশেষজ্ঞ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন (ইন্নালিল্লাহি...রাজিউন) তার বয়স হয়েছিল ৫৮ বছর। মারুফের মৃত্যুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ম্যানেজমেন্ট স্টাফ এবং সব স্টেকহোল্ডার গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৯২ সালে পুঁজিবাজারে ক্যারিয়ার শুরু হয় মারুফের। ১৯৯৫ সাল থেকে তিনি বিনিয়োগ শিল্পে জড়িত ছিলেন। মিচুয়াল ফান্ড, জয়েন্ট ভেঞ্চার, প্রজেক্ট ফিন্যান্সিংয়ে বিনিয়োগের পাশাপাশি তিনি সম্পৃক্ত ছিলেন সীমান্ত বাজার জরিপ কার্যক্রমের সঙ্গেও। বাজার নীতিমালা প্রণয়ন প্রশিক্ষণে তিনি নিয়ন্ত্রক আন্তর্জাতিক দাতাদের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সিয়েরা লিওনের পুঁজিবাজারে একজন আবাসিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন মারুফ।

নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নেন। এর আগে ছিলেন প্রজেক্ট ম্যানেজার। প্রথমবার এমডি ছিলেন ১৯৯৫-২০০৫ পর্যন্ত, দ্বিতীয় দফায় ২০১৪-১৬।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫