বগুড়ায় বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিকালে বিপত্সীমার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে যমুনা নদীপাড়ের চরের বিভিন্ন সবজি ক্ষেতে পানি প্রবেশ করেছে। পানি না কমলে নদীতীরবর্তী নিচু এলাকার আমন ধান, শাকসবজি চরাঞ্চলের কৃষকের আউশ, মরিচ, রোপা আমন, বীজতলা, শাকসবজি গাইনজা ধানের আবাদ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা চাষীদের।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়তে থাকে। এতে নদী এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেয়। বন্যার পানি কমে যাওয়ার পর নতুন করে যারা চাষবাস শুরু করেন, তারা তাদের ফসল নিয়েও বেশ চিন্তায় রয়েছেন। শনিবার থেকে পানি কমতে থাকায় স্থানীয় চাষীদের কিছুটা চিন্তা কমেছে। গতকাল সকালে প্রায় সেন্টিমিটার পানি কমে যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫