ঢাবিতে গঠিত হলো অধ্যাপক ড. হাবিবুর রহমান ট্রাস্ট ফান্ড

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগে অধ্যাপক ড. এএইচএম হাবিবুর রহমান ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাপক ড. হাবিবুর রহমান ১৫ লাখ টাকার একটি চেক আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাব্বির আহমদ, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও দাতা পরিবারের সদস্যরা।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগ থেকে এমবিএ পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. এএইচএম হাবিবুর রহমান স্বর্ণপদক’ এবং একজন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য দাতা অধ্যাপক ড. এএইচ এম হাবিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, অধ্যাপক ড. এএইচ এম হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (১৯৮১-১৯৮৭) ছিলেন। তিনি ফিন্যান্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন। প্রথিতযশা এই শিক্ষাবিদ ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫