আসছে ‘অপরূপার গল্প’

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২০

ফিচার প্রতিবেদক

অপরূপার বিয়ের সব ঠিকঠাক। ছেলে কানাডা প্রবাসী। কিন্তু বিয়েতে একদমই রাজি না সে। তার পরও বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। অপরূপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে বের হয়। ঢাকার একটু বাইরে, খুব সুন্দর একটি জায়গায়। হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর তখন সেখানে এসে উপস্থিত হয় একদল মাস্তান। তাদের দেখে অপরূপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অপরূপাকে জিম্মি করে মাস্তানরা। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে মাস্তানদের হাত থেকে পালিয়ে যায়। এরপর সামনে পড়ে যায় অর্ক। সে অপরূপাকে তার বাড়িতে নিয়ে যায়। নির্জন জায়গায় একমাত্র বাড়িটাই আছে। সুনসান নীরবতা। বাড়িতে নেই কোনো লোক। বেশ অবাক হয় অপরূপা, এমন গল্পকে ঘিরে নির্মিত হলো একক নাটক অপরূপার গল্প সম্প্রতি নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে।

অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তৃষা, সমাপ্তী মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ।

বিটুআই ভিশনের প্রযোজনায় নির্মিত নাটকটি আগামী মাসে একটি বেসরকারি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫