সনের চার গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল টটেনহাম

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২০

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ কোরীয় ফরোয়ার্ড সন হিউং-মিন একাই করলেন চার গোল! তার অবিশ্বাস্য পারফরম্যান্সে ভর দিয়ে আজ রোববার সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৫-২ গোলে গুঁড়িয়ে দেয় স্পার্সরা। 

২০২০-২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই এভারটনের কাছে হেরে যায় টটেনহাম। সনের ম্যাজিকে দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াল হোসে মরিনহোর দল। 

৩২ মিনিটে ড্যানি ইংস-এর গোলে লিড নেয় সাউদাম্পটনই। কোরিয়ান তারকা প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের প্রথম গোল করে সমতা আনেন। এরপর ম্যাচের ৪৭, ৬৪ ও ৭৩ মিনিটে আরো তিন তিনবার লক্ষ্যভেদ করেন তিনি। তার চারটি গোলেই অ্যাসিস্ট করেন অধিনায়ক হ্যারি কেন। ৮২ মিনিটে স্কোরশিটে নাম লেখান কেন নিজেও। 

ওয়েলস তারকা গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে এক মৌসুমের জন্য ধার চুক্তিতে দলভুক্ত করেছে টটেনহাম। শনিবার চুক্তির ঘোষণা দেয় স্পার্সরা। যদিও আজ তিনি খেলেননি। সনদের অনবদ্য পারফরম্যান্স তিনি বেঞ্চে বসেই দেখেছেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত সাড়ে ৯টায় উত্তাপের ম্যাচে মুখোমুখি হবে লন্ডন জায়ান্ট চেলসি ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। মাচটি চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে।

সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫