চাকরি বাঁচাতে বেতন কর্তনে রাজি সিঙ্গাপুর এয়ারলাইনসের পাইলটরা

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চাকরি টিকিয়ে রাখতে আরো বেতন কর্তনে রাজি আছেন সিঙ্গাপুর এয়ারলাইনসের পাইলটরা। শনিবার তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। খবর ব্লুমবার্গ।

সিঙ্গাপুর এয়ারলাইনস বলছে, শুক্রবার তারা এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশন-সিঙ্গাপুরের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। আগামী অক্টোবর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনস সিল্কএয়ারের পাইলটদের সঙ্গে চুক্তি কার্যকর হবে। ফলে আরো পাইলট ছাঁটাই ঠেকানো যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

অভ্যন্তরীণ একটি সার্কুলারের বরাতে দ্য স্ট্রেইট টাইমস জানায়, নতুন চুক্তির ফলে উড়োজাহাজ সংস্থার পুনঃনিয়োগপ্রাপ্ত ক্যাপ্টেন ফার্স্ট অফিসারদের বেতন যথাক্রমে ৬০ ৫০ শতাংশ কর্তন করা হবে। বর্তমানে কর্মরত ক্যাপ্টেন ফার্স্ট অফিসারদের বেতন কর্তন হবে যথাক্রমে ২৮ দশমিক শতাংশ ১৮ দশমিক শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫