আইপিএল ২০২০: চেন্নাইয়ের শুভসূচনা

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২০

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৯ আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতবার যেখানে শেষ হয় এবার সেখান থেকেই যেন শুরু হলো। সংযুক্ত আরব আমিরাতে ত্রয়োদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গতবারের দুই ফাইনালিস্ট। এ ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়েছে চেন্নাই। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬২ রান তোলে মুম্বাই। জবাবে ১৯ দশমিক ২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। গতবার ফাইনালে হারের প্রতিশোধ তুলে নিল মহেন্দ্র সিং ধোনির দল। 

চেন্নাইয়ের জয়ে আলো ছড়ান ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। বল হাতে চার ওভারে ২৮ রানে এক উইকেট নেয়ার পর ছয় বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিততে সাহায্য করেন তিনি। 

৪৮ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের নায়ক ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইদু। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি করেন ৪৪ বলে ৫৮ রান। 

নভেল করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল ছয় মাস পিছিয়ে আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। কেননা ভারতে সংক্রমণের উচ্চ হারের কারণে সেখানে আইপিএল আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। 

আইপিএলে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দিল্লি  ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলে অংশ নিচ্ছে আটটি দল। এখন পর্যন্ত ১২ আসরে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে মুম্বাই। 

সূত্র: বিবিসি ও ক্রিকইনফো    

 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫