মসজিদে বিস্ফোরণ

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় সিআইডি রোববার থেকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের কোন প্রকার অবহেলা ছিল কিনা তা উদঘাটন করার চেষ্টা করছে সিআইডি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, তল্লা বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ ঘটনায় ফতুল্লা জোনের বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে মসজিদটিতে বিদ্যুৎ সংযোগকারী মিস্ত্রি মোবারক হোসেনকে।

এছাড়া তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীর দুই দিন রিমান্ডের এনে জিজ্ঞাসাবাদ করছে। অবহেলার বিষয়টি উদঘাটন করার চেষ্টা অব্যাহত আছে। অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আরো বলেন, মসজিদে বিস্ফোরণ একটি জাতীয় ইস্যু হয়ে গেছে। গুরুত্বের সাথে এই তদন্ত কাজ চলছে। এলাকায় বাড়ি ঘর নির্মাণকারী এবং মসজিদের সাথে সংশ্লিষ্টদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। যাদের অবহেলায় ঘটনা ঘটেছে তাদের সকলকেই আইনের আওতায় নেয়া হবে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫