এলএমইতে উত্থান-পতনে দস্তার দাম

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে দস্তার দামে ক্রমাগত উত্থান-পতন বজায় রয়েছে। গত এক মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম একবার বেড়েছে, একবার কমেছে। ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তার দাম দাঁড়িয়েছে হাজার ৫১২ ডলারে, যা আগের দিনের তুলনায় টনে ৪৫ ডলার ৫০ সেন্ট বেশি। খবর মেটাল বুলেটিন মার্কেট ওয়াচ।

গত ১৮ আগস্ট এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা হাজার ৪৪৮ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছিল। এরপর বাড়তে বাড়তে চলতি মাসের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম দাঁড়ায় টনপ্রতি হাজার ৫৫৪ ডলারে। এক মাসের মধ্যে এটাই এলএমইতে দস্তার সর্বোচ্চ দাম।

দ্রুতই সর্বোচ্চ অবস্থান থেকে কমে আসে দস্তার দাম। সেপ্টেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় হাজার ৪৮৭ ডলার ৫০ সেন্টে। ১০ সেপ্টেম্বর ব্যবহারিক ধাতুটির দাম আরো কমে টনপ্রতি হাজার ৩৮৩ ডলারে নেমে আসে। এক মাসের মধ্যে এলএমইতে এটাই দস্তার সর্বনিম্ন দাম।

এর পর থেকে কিছুটা চাঙ্গা হতে শুরু করে দস্তার দাম। ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তার দাম দাঁড়ায় হাজার ২০২ ডলারে। পরদিন হাজার ৪৬৬ ডলার ৫০ সেন্টে বিক্রি হয় প্রতি টন দস্তা। আর ১৮ সেপ্টেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তার দাম আগের দিনের তুলনায় ৪৫ ডলার ৫০ সেন্ট বেড়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫