চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে সাংবাদিক আটক

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ফ্রিল্যান্স সাংবাদিককে আটক করেছে ভারত। তিনি গোপনীয় স্পর্শকাতর সামরিক নথিপত্র টাকার বিনিময়ে এক চীনা গুপ্তচরের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। ঘটনায় ওই সাংবাদিক রাজীব শর্মা, এক চীনা নারী গুপ্তচর তার নেপালি সহযোগীকে আটক করে পুলিশ। খবর এনডিটিভি রয়টার্স।

পুলিশের দাবি, রাজীব শর্মা প্রতি নথির জন্য হাজার ডলার করে নিয়েছেন। দেড় বছরে তিনি এভাবে ৩০ লাখ রুপি নিয়েছেন। অবস্থায় রাজীবকে গত সোমবার আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে আটক করা হয় বাকি দুজনকে। গত মঙ্গলবার দিল্লির একটি আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিল্লি পুলিশ গতকাল গণমাধ্যমকে জানিয়েছে, স্পর্শকাতর সরকারি তথ্যের বিনিময়ে রাজীবকে বিপুল অর্থ দিয়েছিলেন আটক চীনা নারী তার নেপালি সহযোগী। তাদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন অন্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫