হাওর ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলি হাওরে ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহের নান্দাইলে ভ্রমণের মাইক্রোবাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার ফাহাদ আলম (৩২) ও তার ছেলে তুরান ফাহাদ (৫)। নিহতরা কিশোরগঞ্জের নিকলি হাওড়ে ভ্রমণের জন্য যাচ্ছিল। হতাহতরা মাইক্রোবাস এবং পিকআপের যাত্রী।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে নান্দাইলের ডাংরী এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান ফাহাদ নামে শিশুটির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫