নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে পুলিশসহ নিহত ৭

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

উত্তর নাইজেরিয়ায় বন্দুকধারীদের পৃথক হামলায় দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছে। বন্দুকধারী এসব গোষ্ঠীকে স্থানীয়রা সাধারণত ডাকাত বলে থাকে। তারা প্রায় নিয়মিতভাবে মধ্য উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ার গ্রামগুলোয় হামলা চালায়। তাদের প্রধান কাজ লুণ্ঠন, ঘরে আগুন দেয়া অপহরণ। খবর এএফপি।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় ১০০ জনের একটি সশস্ত্র দল সামরিক পোশাক পরে সোকোতো প্রদেশের গিদান মাদি শহরের একটি থানায় হামলা চালায়। সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়, আহত হয়েছে আরো একজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা চলে যাওয়ার আগে থানার অস্ত্র লুট করে। ধারণা করা হচ্ছে, তারা সাধারণত কাছের রুগু জঙ্গলে লুকিয়ে থাকে।

এদিকে ওইদিন বিকালের দিকে আরো একটি গোষ্ঠী কাতসিনা প্রদেশের ইয়ানতেবা গ্রামে হামলা চালায়। গ্রামের অধিবাসীদের সবাই মূূলত কৃষক। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের উদ্দেশ্য ছিল গবাদি পশু লুট করা। প্রাদেশিক পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, অস্ত্রধারীদের গুলিতে গ্রামের পাঁচজন নিহত হয়েছে। নিহতরা পেশায় সবাই কৃষক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫