ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ১৮ বাংলাদেশী আটক

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১৮ বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি। উপজেলার খোসালপুর বাজার এলাকা থেকে গত বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের তাইজ উদ্দিন ফরাজির ছেলে হানিফ ফরাজি (৪৫), হানিফ ফরাজির ছেলে আলী হোসেন ফরাজি (২৫), একই উপজেলার চরহগালাবনিয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে মিজান (৪০), আশিইগলা বনীয়া গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে আলআমিন হাওলাদার (৩৫), শরণখোলা উপজেলার লাকুরতলা গ্রামের প্রফুল্লর ছেলে পরিতোষ (৩০), রামেদা উপজেলার রামেদা বাজার গ্রামের ইমাম হোসেনের ছেলে ইমরান হোসেন (২০), বরবদুরা গ্রামের ওহিদুলের স্ত্রী রেশমা ছেলে ওসমান, ডুবাবাজার গ্রামের আব্দুল রশিদের ছেলে খলিল, শফিউলের স্ত্রী পাখি (৩৫), মেয়ে রূপা (১৫), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের ছোর উদ্দিনের মেয়ে রাশিদা (১৬), সদর উপজেলার রানদা গ্রামের আলমের মেয়ে সালমা (৩২), সাতক্ষীরার গোওনা গ্রামের মিজানের স্ত্রী মুন্নি (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার ডেবশাবুনিয়া গ্রামের আবু বক্কর রুবেলের স্ত্রী মুন্নী (২৫), ডেবশাবুনিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর আকবর রুবেল, যশোরের অভয়নগর উপজেলার বরনী গ্রামের ফজলের ছেলে তরিকুল ইসলাম (৩০), বরগুনার পাথরঘাটা উপজেলার কড়ইতলা গ্রামের এনায়েতের ছেলে নাইমসহ (১৮) মোট ১৮ জন বাংলাদেশী নাগরিক।

বিজিবি জানায়, বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। ঘটনায় গতকাল দুপুরে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১() () ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫