কুড়িগ্রামে আবারো বাড়ছে নদ-নদীর পানি

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

টানা বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সব নদ-নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। ধরলা নদীর পানি গতকাল দুপুরে সেতু পয়েন্টে বিপত্সীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদী অববাহিকার চরাঞ্চল নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে ১০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। ভাটিতে পানি কম থাকায় ধরলায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে বন্যা পরিস্থিতির সঙ্গে সঙ্গে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।

অবস্থায় তিন দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই চতুর্থ দফায় নদ-নদীর পানি বৃদ্ধির ফলে চিন্তিত হয়ে পড়েছেন নদীপারের মানুষ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ভারি বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল বেলা ৩টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপত্সীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আগামী কয়েক দিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫