মুনাফায় ফিরেছে সুইডিশ রিটেইলার এইচঅ্যান্ডএম

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বিভিন্ন স্টোর বন্ধ থাকা সত্ত্বেও গত প্রান্তিকে মুনাফায় ফিরেছে সুইডিশ পোশাক বিক্রেতা জায়ান্ট হেনস অ্যান্ড মরিজ (এইচঅ্যান্ডএম) মঙ্গলবার প্রকাশিত খবরের জেরে এইচঅ্যান্ডএমের শেয়ারদর বেড়েছে। খবর এএফপি।

কোম্পানির মার্চ-মে প্রান্তিকে লোকসান গুনেছিল এইচঅ্যান্ডএম। কভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউনের ফলে অন্যান্য অগুরুত্বপূর্ণ রিটেইলারের মতো এইচঅ্যান্ডএমকেও তাদের স্টোর বন্ধ রাখতে হয়েছিল।

লকডাউন শেষে ধীরে ধীরে বাজার উন্মুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জুন-আগস্ট প্রান্তিকে মুনাফায় ফিরেছে ইউরোপীয় রিটেইল জায়ান্ট। আগস্টে শেষ হওয়া প্রান্তিকে এইচঅ্যান্ডএমের মুনাফা হয়েছে হাজার ৯০ কোটি ক্রোনা বা ৫৮০ কোটি ডলার, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৯ শতাংশ কম।

গত প্রান্তিকের আয়ের প্রাথমিক উপাত্ত প্রকাশের সময় এইচঅ্যান্ডএম জানায়, ভালো মানের সংগ্রহ, কম ডিসকাউন্ট এবং ব্যয়সাশ্রয়ী পদক্ষেপের কারণে কোম্পানিটি মুনাফা করেছে।

প্রাথমিক উপাত্তে এইচঅ্যান্ডএম করপূর্ব যে ২০০ কোটি ক্রোনা মুনাফা করেছে, তা বিশ্লেষকদের ২৫ কোটি মুনাফার পূর্বাভাসের চেয়ে বেশি। ইতিবাচক খবরের জেরে মঙ্গলবার সকালে স্টকহোম শেয়ারবাজারে এইচঅ্যান্ডএমের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫