কিছুটা বিলম্বে আসছে আইফোন ১২

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

প্রতি বছর সেপ্টেম্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন আইফোন উন্মোচন করে আসছে অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠানটির সেপ্টেম্বরের ইভেন্ট আইফোন ইভেন্ট নামেই পরিচিত। অথচ ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যাপল ইভেন্টে আইফোন বাদে ওয়াচ, ট্যাব সাবস্ক্রিপশনভিত্তিক ফিটনেস সেবা উন্মোচন করেছে অ্যাপল। প্রশ্ন দেখা দিয়েছে, চলতি বছর বহুল প্রত্যাশিত সেপ্টেম্বর ইভেন্টে কেন এল না নতুন আইফোন?

অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্টে আগ্রহের মূলে থাকে নতুন আইফোন। নতুন আইফোনের ডিজাইন, দাম স্পেসিফিকেশন জানার পরই অ্যাপল ওয়াচ আইপ্যাড নিয়ে আগ্রহ শুরু হয়। এবারের ইভেন্টের অধিকাংশ সময়জুড়েই ছিল অ্যাপল ওয়াচ। আগ্রহ নিয়ে যারা ইভেন্ট দেখেছেন, শেষ পর্যন্ত তারা হতাশা প্রকাশ করেছেন। বহুল প্রতীক্ষিত আইফোনের দেখা মেলেনি।

অবশ্য নতুন আইফোনের জন্য অ্যাপল ভক্তদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই আইফোন ১২ আসবে। চলতি বছর আইফোন আনতে যে দেরি হবে তার আভাস আগেই দিয়েছিল অ্যাপল। গত জুলাইয়ে আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় অ্যাপলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার বলেছিলেন, গত বছর সেপ্টেম্বরের শেষে আমরা আইফোন বিক্রি শুরু করেছিলাম। চলতি বছর আইফোন আনতে কয়েক সপ্তাহ দেরি হবে।

কভিড-১৯ মহামারী বিশ্বের সব খাতে প্রভাব ফেলেছে। বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের মতো নতুন স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অ্যাপলও হিমশিম খাচ্ছে। মহামারী শুরু হওয়ার পর কিছু যন্ত্রাংশের উৎপাদন বন্ধ ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫