এশিয়ার মধ্যে আমাদের অবস্থান ওপরে থাকবে —অর্থমন্ত্রী

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

এডিবির প্রক্ষেপণে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের মানুষ মহামারীর মধ্যেও মনপ্রাণ দিয়ে কাজ করেছে। তারা দেশকে ভালোবেসে কর্মস্পৃহা দেখিয়েছে বলেই অর্জন আসতে যাচ্ছে। আশা করছি, চলতি অর্থবছরও এশিয়ার মধ্যে আমাদের অবস্থান সবার ওপরে থাকবে।

বাঙালি জাতি বীরের জাতি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবে না। করোনার মধ্যে অর্জনই সেটার প্রমাণ করে। আমাদের রেমিট্যান্সের অবস্থা অত্যন্ত ভালো, গত দুই মাসে শুধু রেমিট্যান্সেই আমাদের ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রফতানি বাণিজ্য পুনরায় আশানুরূপ অবস্থানে আসতে শুরু করেছে। তাই সবকিছু মিলে আশা করা যায়, আমাদের অর্থবছরের প্রাক্কলন দশমিক বা দশমিক অর্জিত হবে।

এডিবির প্রাক্কলন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অঞ্চলে চীন ভারতের পরই অবস্থান করছে। যেখানে কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড কারো অবস্থানই বাংলাদেশের উপরে নয়। এর পূর্বে করোনার নেতিবাচক প্রভাবের মধ্যেও যে প্রবৃদ্ধির প্রাক্কলন এডিবি করেছিল, সেখানে অন্যান্য দেশের ঋণাত্মক প্রবৃৃদ্ধি থাকলেও বাংলাদেশের অবস্থান ছিল ধনাত্মক সবার উপরে। সেই ধারাবাহিকতাও চলতি অর্থবছরে থাকবে বলে জানান অর্থমন্ত্রী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫