ইংল্যান্ডে ইতিবাচক প্রভাব ফেলছে ‘রুল অব সিক্স’

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে ইংল্যান্ডে ছয়জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। যার ইতিবাচক প্রভাব এখন দেশটির করোনাভাইরাসের সংক্রমণে পড়তে শুরু করেছে।

ছয়জনের নিয়ম ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে। বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে ওয়েলশ স্কটল্যান্ডেও।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক দূরত্বের নতুন নিয়ম মানুষের বোঝার পক্ষে সুবিধাজনক হবে। কনজারভেটিভ পার্টির কিছু সংসদ সদস্য অবশ্য সরকারকে চাপ দিচ্ছে শিশুদের ক্ষেত্রে ওয়েলশ স্কটল্যান্ডে অনুসরণ করার জন্য।

সাবেক মন্ত্রী স্টিভ বাকের সরকারের নেয়া নতুন উদ্যোগকে কোনো ধরনের তদন্ত ছাড়াই ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ হিসেবে মন্তব্য করেছেন। আরেক সংসদ সদস্য ডেসমন্ড সোয়াইন বলেন, বিষয়টি নিয়ে সংসদীয় বিতর্ক না হওয়া আপত্তিকর

তবে অনেকে নতুন বিধির পক্ষে দাঁড়িয়ে বলেছেন, সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। তারা বলেন, কিছু লোক যেভাবে মেলামেশা করছিল তাতে নিজের অজান্তে ভাইরাসের বিস্তৃতি ঘটছিল। 

বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫