ইউএস ওপেন শিরোপা জিতলেন নওমি ওসাকা

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২০

ক্রীড়া ডেস্ক

ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করে এবারের ইউএস খেতাব জিতলেন নওমি ওসাকা। এ নিয়ে তার দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন তিনি। আর এটি তার তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়।

তবে ৫৩ মিনিটের ফাইলান ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়নি ওসাকার। প্রথম থেকে একের পর এক শট মিস, ভুল সিদ্ধান্তে নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে পড়ছিলেন। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ান। তিন সেটের ম্যাচে ১–৬, ৬–৩, ৬–৩ গেমে তিনি হারিয়ে দেন অ্যাজারেঙ্কাকে। 

সঙ্গে একটি রেকর্ডও ঝুলিতে ভরেছেন ওসাকা। প্রায় ২৫ বছর পর, প্রথম সেটে পরাস্ত হওয়া কেউ শিরোপা জিতলেন। ১৯৯৪ সালে স্টেফি গ্রাফের বিরুদ্ধে স্যানচেজ ভিসারিও প্রথম সেটে পরাস্ত হয়েও ম্যাচ জিতেছিলেন।

শিরোপা জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসাকা জানান, ‌ইউএস ওপেন জেতা তার কাছে অত্যন্ত আনন্দের, কারণ ছোটবেলা থেকে তিনি এখানে খেলা দেখেছেন। এখানে খেলতে পেরে তিনি ধন্য। অনেককিছু শিখতে পারছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫