রূপগঞ্জে গার্মেন্টকর্মীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

প্রকাশ: সেপ্টেম্বর ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গার্মেন্টকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার মাসাবো এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সকালে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মমতাজ বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

মমতাজ বেগম মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মমতাজ বেগম তার দ্বিতীয় স্বামী রঞ্জুর সঙ্গে তারাব পৌরসভার মাসাব এলাকার মজিবুরের ভাড়া বাড়িতে কয়েক মাস ধরে বসবাস করে আসছিলেন। মমতাজ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী রিকশাচালক। তিনি জামালপুরের মেলান্দহ থানাধীন শরীফের ছেলে।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে পাশের ঘরের আদুরী নামে এক নারী ঘরের জানালা খোলা দেখে উঁকি দিলে মমতাজের হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। আজ ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মাহমুদুল হাসান আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫